MS Access Lesson_5
Relationship Between Tables in MS Access
দুটি টেবিলে মধ্যে রিলেশনসিপ কিভাবে প্রতিস্থাপন করবে ?(Relationship Between Two Tables)
Ø নির্দিষ্ট ডেটাবেস ওপেন করলাম ।
Ø Database Tools ট্যাবের “Show/Hide” Command গ্রুপের এর “Relationships” Command Button ক্লিক করতে হবে ।
Ø Show Table ডায়লগ বস্ক খুলবে সেখান থেকে টেবিল দুটিকে সিলেক্ট করে Add বটনে ক্লিক করে টেবিল দুটিকে Relationships উইন্ডোতে যুক্ত করতে হবে ।
Ø প্রথম টেবিলের প্রাইমারি কী কে ড্রাগ করে দ্বিতিয় টেবিলের প্রাইমরি কী এর ওপর ড্রপ করলে Edit Relationships ডায়লগ বস্ক খুলবে সেখান থেকে Create বটনে ক্লিক করলে টেবিল দুটির মধ্যে Relationships প্রতিস্থাপিত হবে এবং একটি সং যোগকারী রেখা দেখা যাবে ।
Ø কুইক অ্যাক্সেস টুলবার থেকে Save বটনে ক্লিক করতে হবে ।
MCQ Question
দুটি টেবিলের মধ্যে Relationship তৈরির জন্য প্রয়োজন |
Relationship Icon টি কোথায় থাকে ? |
Show Table ডায়লগ বস্কে কী দেখা যায়? |
MS Access এ Relationship অপশনটি কোথায় থাকে ? |
কোনো টেবিলে প্রাইমারি কী এর সংখ্যা কটি? |
দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপনের জন্য টেবিল দুটির মধ্যে প্রয়োজন____। |
দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ কত প্রকার হয় ? |
নিচের কোনটি রিলেশনশিপের প্রকারভেদ ? |
নিচের কোনটি রিলেশনশিপের প্রকারভেদ নয় ? |
রিলেশনশিপ কটি টেবিলের মধ্যে স্থাপন করা যায়? |
MS Access এ দুটি টেবিলের মধ্যে জয়েন কে কোন জয়েন বলে? |