MS Access Lesson_4
Datasheet View of Table
টেবিলকে ডেটাসিট ভিউতে কিভাবে ওপেন ?(How to open a table in Datasheet View ?)
Ø নির্দিষ্ট ডেটাবেস ওপেন করলাম ।
Ø যে টেবিল কে ডেটাসিট ভিউতে ওপেন করতে হবে বাম দিকের নেভিগেশন পেন থেকে তার উপর ডবল ক্লিক করলে টেবিলটি ডেটাসিট ভিউতে ওপেন হবে ।
টেবিলকে কিভাবে ডেটা প্রবেশ করাবে ?(How to Insert Data into a table ?)
Ø যে টেবিলে ডেটা প্রবেশ(Insert) করতে হবে বামদিকের নেভিগেশ পেন থেকে তার উপর ডবল ক্লিক করলে টেবিলটি ডেটাসিট ভিউতে ওপেন করতে হবে ।
Ø * চিহৃত রো(Row) তে করসর রেখে নুতন ডেটা টাইপ করতে হবে ।
Ø ওই টেবিল ট্যাবের ওপর রাইট ক্লিক করে Save অপশনে ক্লিক করতে হবে ।
কোনো টেবিলে রেকর্ড কিভাবে ডিলিট করাবে ?(How to Delete record in a table ?)
Ø যে টেবিলে ডেটা ডিলিট(Delete) করতে হবে বামদিকের নেভিগেশ পেন থেকে তার উপর ডবল ক্লিক করলে টেবিলটি ডেটাসিট ভিউতে ওপেন করতে হবে ।
Ø যে রেকর্ড কে ডিলিট করতে হবে তার রো (Row) হেডারে রাইট ক্লিক করে ডিলিট(Delete) অপশনে ক্লিক করতে হবে ।
Ø ওই টেবিল ট্যাবের ওপর রাইট ক্লিক করে Save অপশনে ক্লিক করতে হবে ।
কোনো টেবিলে রেকর্ড কিভাবে আপডেট করাবে ?(How to Update record in a table ?)
Ø যে টেবিলে ডেটা আপডেট(Update) করতে হবে বামদিকের নেভিগেশ পেন থেকে তার উপর ডবল ক্লিক করলে টেবিলটি ডেটাসিট ভিউতে ওপেন করতে হবে ।
Ø যে রেকর্ড কে আপডেট(Update) করতে হবে তার নির্দিষ্ট কলামের ডেটা আপডেট(Update) করতে হবে ।
Ø ওই টেবিল ট্যাবের ওপর রাইট ক্লিক করে Save অপশনে ক্লিক করতে হবে ।
কোনো টেবিলে রেকর্ড কিভাবে এডিট করাবে ?(How to Edit record in a table ?)
Ø যে টেবিলে ডেটা এডিট(Edit) করতে হবে বামদিকের নেভিগেশ পেন থেকে তার উপর ডবল ক্লিক করলে টেবিলটি ডেটাসিট ভিউতে ওপেন করতে হবে ।
Ø যে রেকর্ড কে এডিট(Edit) করতে হবে তার নির্দিষ্ট কলামের ডেটা এডিট(Edit) করতে হবে ।
Ø ওই টেবিল ট্যাবের ওপর রাইট ক্লিক করে Save অপশনে ক্লিক করতে হবে ।