Logic Gate and Combinational Circuit >> Lesson-5
লজিক সার্কিট কাকে বলে ?
লজিক গেটের মাধ্যমে বুলিয় ফংশন বা Expression কে প্রকাশ করা কে লজিক সার্কিট বলে ।
লজিক সার্কিট প্রধাণত দুই প্রকার হয় –
- সংযুক্ত লজিক সার্কিট (Combinational Logic Circuit)
- অনুবর্তী লজিক সার্কিট (Sequential Logic Circuit)
সংযুক্ত লজিক সার্কিট (Combinational Logic Circuit) কাকে বলে?
মেমরি বিহিন লজিক সার্কিট যা নির্দিষ্ট সংখ্যক ইনপুটের বিত্তিতে নির্দিষ্ট সংখক আউটপুট প্রদান করে তাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলে ।
উল্লেখযোগ্য কম্বিনেশনাল লজিক সার্কিট হলx অ্যাডার, সাবট্রাকটর, মাল্টিপ্লেক্সার, ডি-মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার ইত্যাদি ।
সংযুক্ত লজিক সার্কিট (Combinational Logic Circuit) এর ব্লক ডায়াগ্রাম
অ্যাডার (Adder) লজিক সার্কিট কাকে বলে?
বাইনারি সংখ্যার যোগ করার জন্য যে কম্বিলেশনাল লজিক সার্কিট ব্যাবহার করা হয় তাকে অ্যাডার বলে । এটি CPU এবং ALU এর মধ্যে অবস্থান করে ।
অ্যাডার দুই প্রকার যথা – হাফ অ্যাডার ও ফুল অ্যাডার
হাফ অ্যাডার কাকে বলে এবং এর ব্লক ডায়াগ্রাম দেখাও
যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে শুধু মাত্র দুই বিটের যোগ করা যায় তাকে হাফ অ্যাডার বলে ।এই সার্কিট বিট দুটি যোগ করে যোগফল(Sum) এবং ক্যারি(Carry) উৎপন্ন করে ।
হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম:
হাফ অ্যাডার লজিক্যাল ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল
A | B | Sum | Carry |
0 | 0 | 0 | 0 |
0 | 1 | 1 | 0 |
1 | 0 | 1 | 0 |
1 | 1 | 0 | 1 |
ফুল অ্যাডার কাকে বলে ?
যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে তিন বিটের যোগ করা যায় তাকে ফুল অ্যাডার বলে ।এই সার্কিট বিট তিনটি যোগ করে যোগফল(Sum) এবং ক্যারি(Carry) উৎপন্ন করে ।
ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামঃ
ফুল অ্যাডারের ট্রুথ টেবিল এবং লজিক্যাল ডায়গ্রাম
A | B | Ci | Sum | Carry |
0 | 0 | 0 | 0 | 0 |
0 | 0 | 1 | 1 | 0 |
0 | 1 | 0 | 1 | 0 |
0 | 1 | 1 | 0 | 1 |
1 | 0 | 0 | 1 | 0 |
1 | 0 | 1 | 0 | 1 |
1 | 1 | 0 | 0 | 1 |
1 | 1 | 1 | 1 | 1 |