Logic Gate & Combinational Circuits >> Lesson - 6
সাবট্রাকটর (Subtractor) লাজিক সার্কিট কাকে বলে ?
বাইনারি সংখ্যার বিয়োগের জন্য যে কম্বিনেশনাল লজিক সার্কিট ব্যাবহার করা হয় তাকে সাবট্রাকটর বলে । এটি CPU এবং ALU এর মধ্যে অবস্থান করে ।
সাবট্রাকটর দুই প্রকার যথা হাফ সাবট্রাকটর এবং ফুল সাবট্রাকটর ।
হাফ সাবট্রাকটর (Half Subtractor) কাকে বলে ?
যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে শুধু মাত্র দুই বিটের বিযোগ করা যায় তাকে হাফ সাবট্রাকটর বলে।এই সার্কিট বিট দুটি বিযোগ করে বিযোগ ফল(Difference) এবং ধার(Borrow) উৎপন্ন করে ।
হাফ সাবট্রাকটরের ব্লক ডায়াগ্রামঃ
হাফ সাবট্রাকটর (Half Subtractor) ট্রুথ টেবিল এবং লজিক্যাল ডায়াগ্রাম
X | Y | Difference | Borrow |
0 | 0 | 0 | 0 |
0 | 1 | 1 | 1 |
1 | 0 | 1 | 0 |
1 | 1 | 0 | 0 |
ফুল সাবট্রাকটর (Full Subtractor) কাকে বলে ?
যে কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে তিন বিটের বিযোগ করা যায় তাকে ফুল সাবট্রাকটর বলে ।এই সার্কিট বিট তিনটি বিযোগ করে বিযোগ ফল(Difference) এবং ধার(Borrow) উৎপন্ন করে ।
ফুল সাবট্রাকটরের ব্লক ডায়াগ্রাম ঃ
ফুল সাবট্রকটরের ট্রুথ টেবিল ও লজিক্যাল ডায়াগ্রাম
X | Y | Bi | Difference | Borrow |
0 | 0 | 0 | 0 | 0 |
0 | 0 | 1 | 1 | 1 |
0 | 1 | 0 | 1 | 1 |
0 | 1 | 1 | 0 | 1 |
1 | 0 | 0 | 1 | 0 |
1 | 0 | 1 | 0 | 0 |
1 | 1 | 0 | 0 | 0 |
1 | 1 | 1 | 1 | 1 |