Programming Using Visual Basic 6.0
Introduction to Visual Basic
Visual Basic Toolbox
Object, Event, Method & Argument
Data types in VB
Different Operation
Variable and Constants
টেক্সটবস্ক ব্যবহার করে User Name এবং Password কিভাবে ইনপুট করবে?
টেক্সটবস্ক ব্যবহার করে দুটি সংখ্যা ইনপুট নেবে এবং এদের যোগ, বিয়োগ, গুন এবং ভাগফল নির্নয় কর ।
Write a Visual Basic Program to find area and parameter of a rectangle.
কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করার একটি ভিজুয়ার বেসিকের একটি প্রগ্রাম লেখ ।
Write a Visual Basic Program to find area and perimeter of a Circle.
একটি Visual Basic Project তৈরি কর যেখানে কোন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে তোমাকে ঐ বৃত্তের ক্ষেত্রফল (Area) এবং পরিধি (Parameter) বের করতে হবে ।
VB তে প্রজেক্ট তৈরি কর যেখানে দুটি লেভেল দেখানে যেখানে Today’s Date এবং অন্যটি তে Today’s Time: লেখা থাকবে এবং দুটি TextBox থাকবে যেখানে Date এবং Time দেখাবে তার জন্য দুটি Command Button থাকবে যার একটিতে Date এবং অন্যটিতে Time লেখা থাকবে । Date Command Button এ ক্লিক করলে টেক্স বস্কের মধ্যে বর্তমান ডেট এবং Time Button এ ক্লিক করলে টেক্স বস্কের মধ্যে বর্তমান টাইম দেখাবে । Clear Button এক ক্লিক করলে Text Box দুটি খালি হবে ।
একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে নিম্ন লিখিত ফর্মুলা ব্যবহার করে সেন্টিগ্রেটের মানের জন্য ফরেনহাইট মান বের কর ।
একই ভাবে ফরেনহাইট মানের জন্য সেন্টিগ্রেটের মান বের কর । C/5 = (F-32)/9
একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যেখানে একজন Employee তার বেসিক বেতন ইনপুট হিসাবে গ্রহন করবে এবং নিচের শর্তানুয়ায়ী Total Salary নির্ণয় করঃ-
1) DA : বেসিকের 45% ।
2) HRA: বেসিকের 15% । 3) Medical Allowance: বেসিকের 5%
একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে কোন সংখ্যা জোড় (Even) না বিজোড় (Odd)
একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যেখানে একটি ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ইনপুট হিসাবে গ্রহন করবে এবং নিচের শর্তানুয়ায়ী Division নির্ণয় করঃ-
1) First Division : যদি Average Marks 60 অথবা 60 এর বেশি ।
2) Second Division : যদি Average Marks 45 অথবা 45 এর বেশি ।
3) Third Division : যদি Average Marks 30 অথবা 30 এর বেশি ।
4) Fail: যদি Average Marks 30 এর কম ।
একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে কোন একটি Year Input নেবে এবং ঐ Year টি Leap Year কিনা check কর ।
division select case: একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যেখানে একটি ছাত্রের 5 Subject এর প্রাপ্ত নম্বর Input হিসাবে নেবে এবং তার গড় নম্বর বের কর এবং নিচের শর্তানুয়ায়ী Division নির্ণয় করঃ-
1) First Division : যদি Average Marks 60 অথবা 60 এর বেশি ।
2) Second Division : যদি Average Marks 45 অথবা 45 এর বেশি ।
3) Third Division : যদি Average Marks 30 অথবা 30 এর বেশি ।
4) Fail: যদি Average Marks 30 এর কম ।
Loop For:
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট কর ।
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে নির্দিষ্ট ইনপুট করা সংখ্যা পর্যন্ত প্রিন্ট কর ।
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 100 মধ্যে জোড় সংখ্যা গুলি প্রিন্ট কর ।
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 100 মধ্যে বিজোড় সংখ্যা গুলি প্রিন্ট কর ।
Loop DO While Wend :
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট কর ।
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 100 মধ্যে জোড় সংখ্যা গুলি প্রিন্ট কর ।
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 100 মধ্যে বিজোড় সংখ্যা গুলি প্রিন্ট কর ।
Loop Do Until :
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট কর ।
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 100 মধ্যে জোড় সংখ্যা গুলি প্রিন্ট কর ।
- একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে 1 থেকে 100 মধ্যে বিজোড় সংখ্যা গুলি প্রিন্ট কর ।
Factorial :একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে নির্দিষ্ট ইনপুট করা সংখ্যার ফ্যাকটোরিয়াল মান নির্নয় কর ।
Check Box: একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যেখানে একটি ইনপুট বস্ক থাকবে এবং সেখানে নির্দিষ্ট Text থাকবে । নিচের Bold, Italic, Underline, Strikethrough চারটি Check Box থাকবে । যে Check Box সিলেক্ট করবে তার এফেক্ট Text এ দেখা যাবে ।
Change form Background: একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যেখানে একটি Combo Box এর মধ্যে বিভিন্ন রং এর নাম থাকবে । এখান থেকে যে রং সিলেক্ট করবে সেই রং এর Form Background পরিবর্তন হবে ।
Shapes :
একটি Visual Basic এর প্রোগ্রাম লেখ যার সাহায্যে ListBox ব্যবহার করে বিভিন্ন ধরনের Shape ( যেমন- Rectangle, Circle, Oval, Square, Rounded Rectangle, Rounded Square) প্রদর্শন কর ।