Napier's Bones

Napier’s Bones

Lesson – 2

এই লেসনে Evolution of Computer and Computer Organization  অধ্যায়ের Napier’s Bones  নিয়ে আলোচনা করা হয়েছে

আনুমানিক 1620 সালে স্কটিস বিঞ্জানী জন নেপিয়ার একটি গনকযন্ত্র তৈরি করে যার নাম নেপেয়ার বোন । এটি হাতির দাঁতের তৈরি দশটি রেখাঙ্কিত দন্ড ছিল । এই দন্ডগুলির স্থান পরিবর্তন করা যেত কিন্তু বামদিকে একটি স্থির দন্ড আছে যাকে ইনডেক্স বলে । যেখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা থাকে । বাকি 10 টি দন্ডর প্রত্যেকটি কে রড বলে । প্রত্যেকটি রড়ে নির্দিষ্ট সংখ্যার মাল্টিপ্লিকেশন টেবিল লেখা থাকে । এর দ্বারা বড়ো বড়ো গুন ও ভাগ করা যায় ।

Napier's Bones