ENIAC

ENIAC

Lesson – 6

এই লেসনে Evolution of Computer and Computer Organization  অধ্যায়ের ENIAC  নিয়ে আলোচনা করা হয়েছে ।

1946 সালে পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে পি একার্ট এবং জন ম্যাউচিল ENIAC নামে কম্পিউটার তৈরি করেন । এটি প্রথম সাধারনের উদ্দেশ্যে আবিস্কৃত কম্পিউটার ।এর সম্পুর্ণ নাম ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার । এই ধরনের কম্পিউটারের আকার অনেক বড়ো ছিল প্রায় ১০০০ বর্গফুট । এই কম্পিউটারে প্রধান ইলেকট্রনিক যন্ত্র হিসাবে ভ্যাকুয়াম টিউব(Vacuum Tube) ব্যাবহৃত হত । কোনো গানিতিক কাজ করার জন্য এই মেশিন মাইক্রো সেকেন্ড টাইম নেয় । এই মেশিনের ওজন ছিল প্রায় ২৫ টন এবং চালাতে বিদ্যুৎ লাগত ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হত। প্রোগ্রাম গুলি হার্ডওয়্যারের সেটিং এর উপর নির্ভরশীল ।

ENIAC

Leave a Reply