Lesson – 1
Abacus
কম্পিউটার কাকে বলে?
কম্পিউটার কথার আক্ষরিক আর্থ হল ‘গণকযন্ত্র’ । যে যন্ত্রের সাহায্যে কোনো গণনার কাজ করা হয় যায় তাকে গণকযন্ত্র বলে । সেই অর্থে কম্পিউটারও একটি গণকযন্ত্র (Calculating Device) । তবে কম্পিউটার কোনো একক যন্ত্র নয়, আনেকগুলি যন্ত্র একসাথে যুক্ত হয়ে কাজ করে । আবার কোনো একক ব্যক্তি কম্পিউটার উদ্ভাবনের কৃতিত্ব দাবি করতে পারে না । যুগ যুগ ধরে বিশ্বের অজস্র বিজ্ঞানীদের সন্মিলিত প্রচেষ্টার ফল হল এই কম্পিউটার ।
Abacus কী ? এর সংক্ষিপ্ত বিবরন
আজথেকে প্রায় ৫০০০ বছর পূর্বে চিন দেশে অ্যাবাকাস নামক গনক যন্ত্রের উদ্ভাবন হয় । এই যন্ত্রের সাহায্যে প্রথমদিকে যোগ বিয়োগ করা সম্ভব ছিল তবে পরবর্তিকালে জাপান, রাশিয়া ইত্যাদি দেশে ব্যবহৃত হয় এবং গুন ভাগ করাও সম্ভব হয় । এই যন্ত্রে কাঠের ফ্রেমের মধ্যে কতগুলি সারি তার এবং এই তারের মধ্যে কতগুলি পুঁথি রেখে যন্ত্রটি তৈরি। এই পুঁথি গুলি উপর নিচে করে যোগ বিয়োগ করা যেত।
চীনের অ্যাবাকাস যার নাম সুয়ানপান (suanpan)
জাপানের অ্যাবাকাস যার নাম সরোবান(soroban)
ABACUS – Abundant Beads, Addition and Calculation Utility System. It is a counting frame. It is used as a calculating tool. Earlier it was popular in use in Europe, China and Russia, centuries before the adoption of the written Hindu–Arabic numeral system.
An abacus is a manual aid to calculating that consists of beads or disks that can be moved up and down on a series of sticks or strings within a usually wooden frame. The abacus itself doesn’t calculate; it’s simply a device for helping a human being to calculate by remembering what has been counted.
The standard abacus can be used to perform addition, subtraction, division and multiplication; the abacus can also be used to extract square-roots and cubic roots. The beads are manipulated with either the index finger or the thumb of one hand.